সুখ ও দু:খের পাশাপাশি জীবন সৈকত
সম্পর্কের তহবিলে কত সম্পর্ক জমা হয়
এক একটা সম্পর্ক এক একজনের মতো
মায়াজাল পেতে রাখে কিছু সম্পর্কের জয়
নিবিড়তম সম্পর্কের অনুভূতি যেখানে নেই
জীবন সৈকতে সেই ভালোবাসা ডুবে যায়
পবিত্র স্নেহের টানে যদি পবিত্র মন চায়
অকারণে ভুল বুঝে দূরে ছুঁড়ে ফেলে দেয়।
একটা জীবনের দাম দিতে পারে না যে
অন্যের কারণে কখনো ভালো থাকবে না সে।