প্রতিটি স্নেহের পেছনে
কিছুটা গভীর টান থাকে
ধীরে ধীরে জমা হয় হৃদয়ে
তারপর একটু একটু করে মনে স্থান করে নেয় ক্রমে
চোখের সামনে বারবার দেখি
আর হারানোর ভয়ে একটু একটু করে
শ্রদ্ধার সাথে থাকো হৃদয়ে
তবুও তুমি আমার মন ভেঙে দাও
ধীরে ধীরে নিজের সন্তানের খুব চুপ হয়ে যাবার আওয়াজ
হঠাৎ বন্ধ হয়ে গেলে তুমি আনন্দে সমারোহে
ঘোষণা করো ছেলের মৃত্যুর দিন।