জন্মদিনেও তোমার হৃদয়ের ভেতর
ছোটো ছোটো অবহেলার বর্শা লুকোনো থাকে।
এতো আনন্দের দিনে
খুশি চোখে দেখাই যায় না।
ঠিক শৈশবের কথা
আমার আজ মনে পড়ে
ছোট বেলায় সূঁচালো ফলাগুলোর কথা
যেগুলো বিঁধে ছিল
আর আবারও ডানা ঝাপটানোর সুযোগই পেলাম না
তবুও আজকের দিনেও
তোমার চরণে ঠাঁই পেয়েও অবহেলিত...