শুধু শপথ করেছিলে মাত্র
তা ছিল আবেগভরা নাটক
তবুও তোমার নাম লিখে গেছি
হৃদয়ের কোণায় কোণায়

আজ যখন বুদ্ধিদীপ্ত ষড়যন্ত্রের খেলায়
আমাকে আড়াল করে
তুমি আবারও আনন্দস্পর্শ করতে চাও
ক্রমাগত সময়ের সাথে
পাল্টে ফেলছ নিজেকে, হয়ে যাচ্ছ পোষ বানানো জীব
যা শিকারীর থেকে বেরোতে পারছো না

একদিন আকাশের তারাগুলো তোমাকে
বিদ্রুপ করলেও

আমার কাছে তুমি ঈশ্বরজন্ম পাবে....