ইচ্ছে করে আকাশটারে
হাতে ছুঁয়ে আদর করি,
মনটা চাইছে কাছে নিয়ে
বুকে তাকে জড়িয়ে ধরি।

আকাশটাতো দুষ্ট ভীষণ
মেঘের আড়ে লুকিয়ে হাসে,
এই পৃথিবী ঘুরে বেড়ায়
মেঘের কোলে ভেসে ভেসে।

মাঝে মাঝে বৃষ্টি এলে
মুখ থেকে তার পর্দা টানে,
টাপুরটুপুর নুপুর বাজায়
বৃষ্টির তালে নাচে গানে।

ইশারাতে ডাকলে আমি
চায়না ফিরে অভিমানী,
কার সাথে তার লেনাদেনা
একটুও না আমি জানি।

ঝড়ো হাওয়া এলে পরে
তাকিয়ে থেকে ডাকি তারে,
আমার ডাকে দেয়না সাড়া
যায় চলে সে অভিসারে।

আকাশটারে ভালোবেসে
আমি যতোই আপন ভাবি,
আকাশ কারো হয়না নিজের
কবিতায় তাই লিখেন কবি।