ইচ্ছে হলে দেখাও তুমি,
ছেলের উপর রাগ
ইচ্ছে হলে সুযোগ বুঝে,
বলো বাড়ি থেকে ভাগ
ইচ্ছে হলে যখন তখন,
কাছে ডেকে নিও,
ইচ্ছে হলে আমার কাছে,
মন খুলে সব কও
ইচ্ছে হলে তুমি আমার,
হাতটা ধরে চলো,
ইচ্ছে হলে আমায় তুমি,
আপন করে বলো ।
তোমায় আমি প্রমাণ দেবো,
যেমন তুমি চাও,
রোজ রোজ তোমার কাছে
বন্ধুকে তুমি পাও
ছেলের বেলায় কেবল শুধু
বিরক্ত তুমি হও।
একটি দিনের জন্য কেবল,
আমার কাছে এসে,
বলবে কি তুমি, ধন্য হলে,
ছেলেকে পেয়ে পাশে।