ঘূর্ণির দূরন্ত অভিসারে
ছুটে আসা পথের ধূলো
মাথা ছাড়িয়ে আরও উপরে
গেছে উচ্চতার অহঙ্কারে...

চক্রান্ত চক্রাকারে ঘুরে ফিরে
অসহায় অভয়ে সহসায় আঁটৈ
নেকড়ের চোখে লজ্জা বস্ত্রে
সদ্য ছেঁড়া সবুজ পাতা।

বিপথে শপথে রূপান্তরের বার্তা
শক্ত শরীরে যেন গভীর নিস্তব্ধতা
ভাবায় জংলী পাশবিকতা
মেঘে ঢাকা বজ্রের হিংস্রতা।

ছুটোছুটি সার...
চারপাশে ভয়ার্ত হুঙ্কার
খুব কাছে বিভীষণ বিভিষীকায় প্রলয়
পুরাতনী ভাবছে কি হয় কি হয়!