একটা সত্যিকারের হৃদয় পেতে
যে আঘাতের চিহ্ন লাগাতে হয়
তার ফল হিসেবে  একটা
কাল্পনিক হৃদয় পেতে
সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে
যে শ্বাস নিই

তার পরিনতি হৃদয় শূন্য হয়ে যায়