সমস্ত গোটা দিনগুলো দাঁড় করে রেখে
তুমি চলে গেলে
অন্ধকারের আড়ালে
তখনও দিনগুলোর পাশে স্বয়ং আমি
তোমার আসার অপেক্ষায়
তবুও তুমি এলে না
নির্জন বিকেলের বাতাস ঘেরা
দিনগুলোর পাশে...
অবাক চোখে তাকিয়ে থাকি
আমার ক্ষয়ে যাওয়া শরীরের দিকে
আবার স্মৃতির কাছে ফিরে যাই
উজ্জ্বল আলোয় তুমি যেভাবে সমুদ্রসৈকতে
আমার হৃদয়ে হৃদয় রেখে
কত স্মৃতি মন্থন করেছিলে
আজও সেই আশায় তোমার জন্য
এখনো দিনগুলোর পাশে দাঁড়িয়ে থাকি
অপেক্ষার শেষে সেই এলে
কিন্তু হৃদয়হীন ভাবে...