কত স্মৃতি মাথায় খেলে
কত স্মৃতি আমায় দিলে
তবুও কেন আমায় ভুলে
তুমি আমায় সরিয়ে দিলে
কি এমন তোমার কাছে
করেছি অপরাধ সে যে
বাবা বলে ছুটে যাই কাছে
সেই অপরাধে শান্তি দিচ্ছ যে
যদি তুমি এমন করবে ঘৃণা
দিয়েছিলে কথা কেন জানি না
একাকিত্বের সেই কত ভাবনা
আমার মধ্যে পেয়েছিলে আয়না।
কত তাচ্ছিল্য অপমান করো
অন্যের কত ভাষা তুলে ধরো
মৃত্যুর সময় হাত তুলে ধরো
হৃদয়ে থেকে যাবে মাস বারো।