হঠাৎ বদলে যাওয়া সময়ের জন্য অপেক্ষা করতে করতে
হারিয়ে গেল অনেকগুলো স্মৃতি
যে অতীত দূরত্ব বাড়ায়
তাকে নিয়ে সকালগুলো যেন অন্ধকারের ভাঁজ পড়ে
আকন্ঠ মুগ্ধতায় ডুবে থাকে ভুল পথ
তবুও স্পর্শ বোঝে প্রিয় শিকড়ের মাটি
তখন বড়ো অচেনা লাগে
দু:খের পাশে সময়গুলো এলে
বদলে যাওয়া সময়ের স্নিগ্ধ আহ্বান
একাকিত্বের ছায়া ফেলে...