সঠিক কথার অর্থ গ্রহণযোগ্য হয় না
তাই এতো গুরুত্বহীন
তাই স্বাদ এতো টকটক
কিছু কথা তোমার মুখে শুনে
নিবিড় বিশ্বাস বোধ ঘিরে
এতকাল খুব নিকটে দেখেছি
তোমাকে ব্যবহার হতে দেখে
আমি নীরবে মেঘে ঢাকা
কালো আকাশের নীচে দাঁড়িয়ে
তোমার কষ্টগুলো  করি
আমাকে তুমি  স্নেহের পাত্রে রেখে
নিজস্ব ছায়ায় আশ্রয় দিলে

তবুও আমাকে দূরে রেখে
কোনো এক অলৌকিক ধারায়
তোমার কাছে গুরুত্বহীন হয়ে পড়লাম
যেখানে তুমি অন্ধকার ছাড়া
আর কিছুই  দেখলে না....