পাথরের বুক চিড়ে
স্বপ্ন তুলে এনেছি
তোমায় দেবো বলে,
নেবে যদি
নির্দ্বিধায় হাত বাড়াও।

বিপন্ন সময়ের কাছে
আমি নতজানু নই,
কেউটের মাথা থেকে আমি
সাত রাজার ধন "মানিক" নিয়ে এসেছি
তোমাকে দেবো বলে,
জানো-
তোমাকে পেতে আমার মৃত্যুভয় নেই।

ভালোবেসে আমি মৃত্যুঞ্জয়ী হয়েছি
আমার বুকে পাথর বেঁধে যদি
সমুদ্রের অতলে নিক্ষেপ করা হয়
আমি ফিরে আসবো তোমাকে পেতে,
তুমি আমাকে গ্রহণ করো
আমাকে গ্রহণ করো।