চলমান সময়; স্তব্ধ মন
অন্ধকার ঘর ; এক জেগে
তোমার প্রতিশ্রুতি ; কেবলই নাটক
তোমার হাসি; অথচ আমার কষ্ট
তোমার কথা দেওয়া ; শুধুমাত্র মুখে
মায়ার চাদর; হৃদয়ে বেছানো
আমার পবিত্র শ্রদ্ধা ; শুধু ঘৃণার পাত্র
এইভাবে হৃদয়ের সবটুকু কেড়ে নিয়ে
বুকের মাঝে গভীর আঁচড় দিয়ে চলে গেলে।।