ঘুরে দাঁড়াতে হবে, কয়েক বছর সন্ত্রাস গেল
নারী নির্যাতন, দূর্নীতি, মৃত শিশু মায়ের কোলে
প্রাণ নিয়ে হানাহানি গ্রাম ছেড়ে ফুটপাতে
এতো কান্না বয়ে যায় এই মন কখনো কি ভোলে?
ঘুরে দাঁড়াতে হবে — এমন কতদিন চলবে
এই স্মৃতিতে ভরা আছে কত মায়ের হাহাকার
কারা যেন আর্তনাদ করে অন্ধকারের পথে পথে
লাশ হয়ে গেল কেউ,খুনি গুমকরে নির্বাক বিকার।
ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ, প্রতিঘাতে আজ
মুখোশের ভেতরে মানুষের বীভৎস চেহারা
খুলে দিতে হবে সময়ের সাথে উদাত্ত মুখ
ক্ষমা নেই,নতুন করে জাগাতে হবে সেই ধ্রুবতারা
ক্ষমতার হিংসা স্পষ্ট করে দেওয়ালের এই লিখন
সময়ের যাপন ঘরে এদের হবে নিজস্ব পতন।