রাত তখন তিনটে কুড়ি
চার দিক নিস্তব্ধ, নিঝুম !
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি
তবু আমার দু'চোখে নেই ঘুম !
শরীরটা আমার ভাল নেই
অনেক দিন ধরে
রোগ ভোগে জর্জরিত বহুদিন,
দুটো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে
ছিলাম আজ
তবুও ঘুম যেন আজ বহু যোজন দূরে !
জানলা দিয়ে আকাশের দিকে
তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার
এতটুকু আলোর আভাস নেই কোথাও
নেই কোনো পথ কুকুরের চিৎকার  !
বোধ হয় সবাই ঘুমোচ্ছে অঘোরে
ঘুম নেই শুধু আমার দু'চোখে আজ
নেই একটিও রাত জাগা পাখির চিৎকার,
অন্ধকারের নিকষ কালো সাজ !
সময় কাটাবার জন্য মোবাইল নিয়ে
আমার সামান্য প্রয়াস কবিতার ঢঙে,
বিনিদ্র রজনী কাটছে আমার আজ
ঘুমোবার চেষ্টায় যুদ্ধ করছি আমি এখনো
নিজের সঙ্গে ।
যদি ঘুম আসে আমার ঊষা কালে
অন্ধকার থেকে আলোয় ফেরার সময়,
আমি ঘুমিয়ে পড়ব যখন
ঊষার আলো ছুটবে ‌জগৎময় ।