তোমার মধ্যে বদলে যাওয়া স্মৃতি কেবল সময়ের অপেক্ষায়
হারিয়ে গেল অনেকগুলো ভাললাগা
শুধু তোমার উপর বিশ্বাস রেখে
ভবিষ্যতের সীমানা তৈরি করেছিলাম
অথচ তার ভেতর একটা অদৃশ্য প্রাচীর রয়েছে
তা ঘুণাক্ষরেও জানতে দাও নি
সমস্ত দিনগুলো, সন্ধ্যাগুলো, রাতগুলো
তুমি অতিকৌশলে
আমার থেকে কেড়ে নেবে
তা আকণ্ঠ ভেজা বন্ধ চোখে ভেজা কুয়াশার
জেগে দেখি
তোমার প্রান্তর।যেখানে ঘাতকের আড়ালে
আমার মৃত্যুর ক্ষেত্র তৈরি করো।