অতীত ভুলে নতুন করে ঘর গোছাতে গোছাতে
আবার ফিরে পাই সেই অতীত
যেখানে আমার কোন সুখ ছিল না
আনন্দ ছিল না
সব কিছুর মধ্য একটা গভীর অসুখ
ঘিরে ধরে শরীর
অসম্ভব বিস্মৃতি ঘিরে ধরে যাপন
দু'হাতে আঁকড়ে ধরে রাখি সম্পর্ক
তবুও সময় ফুরিয়ে গেলে
সবার কাছে ফুরিয়ে যায়
আমার জীবন...