এতক্ষন উল্লাস ছিলো
ছিলো প্রাণবন্ত দারুন সময়
মধুময়,
অতঃপর
বিষন্নতা এলো নেমে
এ জীবন এমনিতেই কুলায়
রঙিন বেদনাময়।