অন্ধ হয়ো না
চোখ কান খোলা রেখো
তোমার কাজ
নিজের উপর বিশ্বাস রাখা

অস্থির হয়ো না
সময়ে বুঝে যাবে সব
সত্য - মিথ্যা বিচার করতে শেখো

নিজের নিয়ন্ত্রণ হারিও না
কোনটা ঠিক,কোনটা ভুল প্রমাণ করো
অযথা  অন্যের পেছনে ছুটে বেড়িও না

এ-সময়-
নিজেকে বুঝতে শেখো
একা থাকলেও ভালো থাকা যায়

তোমার কাজ
বুদ্ধি, চোখ- কান খোলা রেখো
প্রমাণ হাতে হাতে মিলবে
শুধু স্বার্থের জন্য বিক্রি হয়ো না
সব কিছু শেষ হয়ে যাবে

তুমি  
অন্ধ হয়ো না
প্রত্যক্ষ দর্শন করো
সময়ে সব কিছু  টের পেয়ে যাবে।