তুমি তো জানো
এত দু:খের শেষে তবু্ও ছুটে যাই
তোমার উঠানে
কেবলই অন্ধকারে ভাঙা ভাঙা কোলাজ
আর জন্মবাউল
শুধু চোখের জলেও তোমার ভালো থাকার আল্পনা দিই
কতটা ভালবাসলে এতো শ্রদ্ধা আসে
কতটা আঘাত পেলে দিকহারা হই
মৃত্যুগামছা মাথায় বেঁধে
দিন-রাত দু:খের শেষেও
বাবা বলে ডাকি...