সমাজের বুকে খেটে চলে যত,
কৃষক শ্রমিক দল।
মানুষের মুখে যোগায় অন্ন,
বাহুতে যোগায় বল।।
যুগ যুগ ধরে তারাই সমাজে,
দিনরাত খেটে চলে।
তবুও সমাজ তাদের ঠকায়,
বিনিময়ে অবহেলে।।
কৃষিতে যারা আনে বিপ্লব,
মাটিকে ভিজায় ঘামে।
তাদের জীবন আমরা কিনেছি,
নেহাৎ অল্প দামে।।
শিল্পে তারাই বিপ্লব আনে,
মেহনত করে রোজ।
বুর্জোয়াদের বেড়েছে বিত্ত,
এদের রাখিনা খোঁজ।।
সমাজটাকে বাঁচিয়ে রাখতে,
এরা কাজ করে চলে।
তবুও এরাই বঞ্চিত আজ,
সর্বহারার দলে।।
কালের নিয়মে এরাই ঝরায়,
দেহের রক্ত ঘাম।
ইতিহাসে তবু এরা নেই বেঁচে,
লেখা নেই কোন নাম।।