এমন নিঝুম রাত
জানালার গা ছুঁয়ে ঝরে গেছে জারুলের পাতা
বিধ্বস্ত যৌবনের হাহাকার নিমিষেই
ধুলায় গড়িয়ে কাঁদে অভিমানে,
স্বপ্নিল সবুজের দিনগুলি বিবর্ণ এখন
উপেক্ষিত প্রেমের আহ্লাদ আঁধারে বিলীন
আজও মনে করে দেয়
তুমিও নেই আমার জীবনে।