এমন যদি হত-
আমায় এসে বলতো কেউ
বেশ তুলেছ কাব্যের ঢেউ
স্নান করছি সাগর জলে
ডুব দিয়েছি অতল তলে
আনন্দেতে মন
ভরছে সারাক্ষণ!

এমন যদি হত-
আমার লেখা দেশান্তরে
ছড়িয়ে পড়ত বিশ্ব জুড়ে,
পড়তো যারা, আনন্দেতে
সবাই মিলে উঠতো মেতে
বলত,এমন লেখা
যায়না তো আর দেখা!

এমন যদি হত-
আমার লেখা কবিতা পড়ে
বেশ আলোড়ন বিশ্ব জুড়ে!
বিশ্বের নানা প্রান্ত থেকে
নানান লোকে চিঠি লিখে
জানিয়ে দিত নির্বি দ্বিধায়
মজেছে তারা আমার লেখায় !

এমন যদি হত-
সবাই মিলে আমায় নিয়ে
মাতামাতি করতে গিয়ে
জানাত সম্মান !
বাড়ত আমার মান,
তখন আমি গর্বিত বেশ
সংবর্ধনাও পাচ্ছি অশেষ !

কিন্তু হয়নি সেটা-
ঘুম ভাঙ্গলেই বুঝতে পারি
স্বপ্নেতে দিচ্ছিলাম পাড়ি
অনেক অনেক দূরে
এলাম বিশ্ব ঘুরে !
বাস্তবেতে এসে
বুঝতে পারি শেষে-

হাজার হাজার কবি তারা
বিশ্ব জুড়ে আছেন যারা
প্রায় সবাই লেখেন ভালো
তাদের লেখায় দিনের আলো !
আছেন অন্তরালে,
তাদের লেখা পেলে
বিশ্ব সাহিত্য সমৃদ্ধ হত !
আমার এলেম নেইতো তত ।

এই কথাটা স্বীকার করে
কুর্নিশ জানাই বারে বারে
সেই কবিদের জন্য
নিজেই আমি ধন্য ।

আমি এক ক্ষুদ্র কবি
কবিতা লেখা আমার হবি
বলতে পারো প্রাণ !
কবিতার এই দান।