একটু একটু পড়ছে যে হিম
মৃদু হিমেল বাতাস,
খুলছে ধীরে শীতের ঐ দ্বার
হৈমন্তিক সে সুবাস!
মাঠে মাঠে সোনালী রঙ
সোনার ফসল ধরে,
মহানন্দে চাষী সবাই
আনবে সুখে ঘরে!
সকাল বেলায় ঘাসের ডগায়
জমছে বিন্দু শিশির,
সূর্য কিরণ রামধনু হয়
মুগ্ধতায় মন অধির!
হচ্ছে বোনা শীতের সব্জী
মাঠ ক্ষেতে আল ধারে,
সবুজ ফসল ভরবে পৃথ্বী
পুষ্টি সবাকারে!
ফুটছে শিউলী আর কামিনী
মল্লিকা গন্ধরাজ,
দেবকাঞ্চন হিমঝুরি সাথ
রাজ অশোকেতে সাজ!
ধরছে চালতা কামরাঙা আর
ডাকছে যে আমলকি,
ডালিম কিন্তু গদগদ হয়ে
দিচ্ছে ভারী উঁকি!
হে হেমন্ত ভরাও ফসল
আনোতো নবান্ন,
পিঠে পুলির সেই আস্বাদে
সবে করো মগ্ন!
আসছে শ্যামা আলোক মালায়
আঁধারকে করতে দূর,
শারদের শেষ হৈমন্তিকে
আনন্দে ভরপুর!