আজ থেকে একটু একটু করে
তোমার থেকে সরে যাবো
তুমি তো আমায় করো না পছন্দ
শুধুই বিরক্তির মাঝে কেন থাকবো?
তোমার অর্ধেকের বেশি মন ছুঁয়ে আছে যাকে
তার কারণে শুধু দূরে দূরে রাখো
সংশয় আর সংকটে ভয়ে ভয়ে থাকো
তুমি তো বুঝেছিলে আমার হৃদয়
আজ কেন তবে তুমি শাস্তি দাও
আমি শুধু চাই তুমি সুখে থেকো
আনন্দ হাসি খুশিতে
আজ থেকে একটু একটু করে সরে যাবো