আমার যতদুর চোখ যায়
ততদূর পর্যন্ত মানুষ দেখি
অথচ প্রতিটি মানুষের মুখ
মুখোশের ভেতর কথা বলে
সার্থের ভাগাভাগি করি
বিকল্প মুখের ইঙ্গিতে...
সহজ ভাবনায় বিশ্বাস করি
আর সময় গড়ালে
মুখোশের আবডালে ঝুলে পড়ে
আমার যতদুর চোখ যায়
ঠিক ততদূর পর্যন্ত
কালো কালো মানুষের চেহারায়
অদ্ভুত মানুষের মুখ দেখলেও
একটিও মানুষ খুঁজে পাইনি।