একটা কবিতাই পারে মানুষের
মনের অন্ধকার দূর করে দিতে
ভোরের সূর্য হয়ে !
একটা কবিতাই পারে মানুষের
হৃদয় পাত্রে প্রেম সুধা ঢেলে দিতে
পূর্ণিমার চাঁদ হয়ে !
একটা কবিতাই পারে মানুষ কে
পাশবিকতার থেকে মুক্তি দিতে
শুকতারা হয়ে !
একটা কবিতাই পারে সমাজের
অনাচার, ব্যাভিচার দূর করতে
প্রলয় হয়ে !
একটা কবিতাই পারে মানুষের
মনের ব্যথা বেদনা দূর করে দিতে
সঙ্গীত হয়ে !
তাইতো আমি কবিতার জন্য
হেঁটে যেতে পারি
বহু বন্ধুর পথ,
কবিতাই আমার জীবনের
ধ্রুবতারা
আমার জীবনের বাহন
পুষ্প রথ !