একটা অভিভাবক থাকা দরকার,
যে শুধু  বলবে- "তুই আমার সন্তান'
আমার মানে শুধু আমার,
রাগে ও অভিমানে তুমি থাকবে,ভালোবাসায়ও তুমি থাকো।

হাজার হাজার  সন্তানের  ভিড়ে
যে চোখ দু’টো খুঁজে নেবে শুধুই অভিভাবকের
নির্বাক নীরবতার ভেতরেও
শুনবে আমার না বলা কথা গুলো।

একটা অভিভাবক  থাকা দরকার,
যে হাতটা ধরা মানে পুরো আকাশ ছুঁয়ে ফেলা,
যার একটুখানি হাসি ও স্নেহ
আমার সমস্ত আঁধার সরিয়ে দেবে।

আমি দু:খ পেলে বলবে,' দু:খ কিসের আমি তো আছি'
আমার মানে শুধু আমার বাবা, আমার অভিভাবক
সেই অভিভাবককে ছাড়া
আমি যেন সব কিছু থেকে অপূর্ণ...