তোমার ভাবনার কোলাজ একরৈখিক
তোমার মনের প্রকাশ দীর্ঘ আবেগ পূর্ণতা
যা স্মৃতিগুলোর শূন্যতা বয়ান করে
দিঘল চোখের পাথরে ভেসে ওঠা শালুক কথা না  বলে শব্দ রাখে জলে
অবশ্য দিন ও রাতেরা ভেঙে যায়
কথার বদল হয়,মুখের উপর নতুন আনকোরা
শিশুমুখ প্রশ্ন করে সময়কে সাক্ষী রেখে

নতুন জন্মের কাছে
ভেসে আসা ভেলাটি কার ঘাটে পৌঁছোল
কার অভিনয় দেখল এতদিন
সে কথাটিও একাই রয়ে গেল...