এখনো তোমার স্মৃতি ঘিরে রয়েছে
আমার শরীর, মন ও হৃদয়
তবুও তুমি যেন
আমাকে ফেলে রেখে যেতে চাও
দূরে বহুদূরে কিংবা  কোন এক অলৌকিক বৃষ্টিতে
ভিজতে ভিজতে
তুমি দু:খ দিয়ে যাও
সজ্ঞানে কিংবা  কারোর প্রলোভনে

এখন
আমি দু:খ পাই
তোমার বর্তমান অবস্থার কথা ভেবে
আমি সারারাত

এখনোও ঘুমাতে পারিনি