১.
আমার ছোটবেলা —
এখনো তুলসীতলায়
সন্ধ্যের সেই মায়ের ছবি কিছুতেই আর গেল না!

২.
রাত হলেই মায়ের কথা মনে পড়ে
উনুনে সেই  জল ফোটানোর শব্দ।

৩.
জ্যোৎস্না ঘেরা মেঘের সারি
খোলা আকাশ

বুকের ভেতর আজও  মায়ের অভাব
সেই কিশোর বেলা।

৪.
ছোটবেলায় ঘুরেছি মায়ের সাথে সাথে
যুবকবেলায় খিদের যন্ত্রণা
পড়াশোনা-ই কেবল আমার বন্ধু

এখনও স্মৃতির পাতা নড়ে সারাদিন  সারারাত...