শুধু চলে যাবে বলে চলে গেলে ঠিকই
কিন্তু একটা রাত কেটে গেল যার সাথে
সে তোমার প্রিয় অভিনেতা
সারারাত প্রিয়জনেরা তোমার অপেক্ষায়
উঠানে পায়চারি করে ঘুমহীন চোখে
এইভাবে আর একটা সকাল আসে
দিনের প্রথম আলোতে তুমি তার সেবায় মগ্ন
তুমি তার অভিনয়ের কৌশল দেখে
মুগ্ধ হয়ে তাকে গোধূলির আলোয়
কত-না শরীরে রঙ ছড়ালে
তারপর আবারও সেই পরের রাতে
রোমান্সের ফল্গুধারার তার ঠোঁটে
ঠোঁট ছুঁয়ে রাত কাটিয়ে দিলে...