অপরের বুদ্ধি মেনে আমাকে দূরে সরিয়ে দিয়েছো
তাতে আমার কিছুই যায় আসে না
আমাকে তোমার বড্ড প্রয়োজন হবে
সেই দিনের জন্য অপেক্ষা করো
তোমার সকল শূন্যতাকে পূরণ করতে গিয়ে
আমি নিজেই শূন্য হয়ে গেছি
কেবলই তোমার পূর্ণতা দেখবো বলে
তুমি শুনশান অন্ধকারে যখন
আপন স্মৃতির খেলায় ডুবে ছিলে
আর আমাকে পেয়ে
নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে

আজ তোমার কাছে  গুরুত্বহীন হয়েও
তোমার সুখ,দু:খের কান্ডারী হয়ে
তোমার মুখের হাসিটা দেখবো
বেগবান বাঁচার আবেগ নিয়ে

একদিন ঠিক প্রয়োজন হবে...