শুয়ে শুয়ে বলেছিলে
সারাজীবন এসো
আমার কাছে থেকো
তুমি  ছাড়া কে আছে আমার!

বয়েস অনেক হল
সময় ফুরিয়ে এল
আমার একাকিত্ব
ভাগ করে নিও
পিতৃত্বের স্বাদ দিও আমায়।


অনেকেই আসে রোজ
আমাকে ব্যবহার করে
দু:খ দেয় অনেক বেশি
তুমি শুধু কাছে থেকো
অতীতটা ভুলে যাবো এবার


তুমিও তাদের মতো হও না
পারো না পারো
শুধু  একচিমটে
ভালোবাসা দিও
ফিরিয়ে দিও না  খালি হাতে


তোমাকে আজ পেয়েছি
অন্যকোনো জন্মজীবনে
তুমি আমার সন্তান হবে
একদেহ অনন্ত জোয়ার.......