কয়েক টুকরো হীরে
পড়ে আছে রাস্তায়
ভাঙা কাঁচের আদলে অবহেলায়
রক্তক্ষরণের ভয়ে
ঘুর পথে এগিয়েছে ব্যস্ত
আনাড়ি নিম্ন মধ্যবিত্ত।
প্রতিসরণে জন্মগত অহঙ্কার
পথের নোঙরা জঞ্জালে
মিশে গেছে অজ্ঞতার ভুলে।
হাল্কা ভারী যানবাহন
ভেঙে দিয়েছে পাঁজর
ঐতিহ্যের সোহাগী গতর।
শীতাতপে না হয় বৈভবী অঙ্গের
আয়েশী অতিথি অন্য আবেশে
প্রথম পথের রক্ত মাংসে...
যন্ত্রণার দেশে সমতা
জলের ধর্মের মতোন
নিরপেক্ষতায় তার অনন্ত বিচরণ।