কেমন যেন বুদ্ধিহীন হয়ে যাওয়া
কেমন যেন অকৃত্রিম ভালবাসায় পরিপূর্ণ
অলৌকিক অভিনয়গুলো মিথ্যার রঙে চলতে চলতে
একটি বাড়ি দখল করা
নিজের ব্যবহারে ব্যবহার করতে করতে
ক্রমশ নিজস্ব বাড়ি থেকে সরে যাওয়া
এই সব করুন কাহিনি শুনতে শুনতে
আমি তোমার কাছে দাঁড়াই
তুমি যত্ন করে নিজের বুকে আশ্রয় দিলে
হঠাৎ অজানা বাতাসের মতো
পূর্বের ব্যাধি ফিরে পাও
আবেগে তুমি ফিরে যাও
দিন ও রাত ব্যস্ততার আড়ালে
তোমাকে ডুবিয়ে রাখে নিজের খেয়ালে
তোমার সহজ সরল মনে
কখনো কখনো  আমাকে নিয়ে
বাজারে বাজারে কুৎসা প্রচার
তবুও তুমি  একটা শব্দও খরচ করো না
আমি দীর্ঘ অপেক্ষায় থাকতে থাকতে
ছোট ছোট দুর্বলতাগুলো  
তোমার কাছে জমা রেখে  সরে যাওয়া

যেন এই যাওয়া-ই  শেষ যাওয়া...