তোমার দেওয়া কথার মধ্যে একটা মেধা আছে
আমি সেই মেধার কাছে যাই
নির্জনে সম্পূর্ণ  একা
তোমার  পায়ে হাত রেখে বলি,
আমাকে কোলে স্থান দিও,আমাকে স্নেহ দিও
তোমার স্পর্শে আমি দিন ও রাত এক দেখি
তবুও তুমি আমায় ঘৃণার অঞ্চলে রেখে
আমার বিনীত ভোর ও রাত্রি ফিরিয়ে দাও

আমার চাওয়াটুকুর ছন্দ পতন ঘটে
নিদ্রাহীন দুই চোখে দীপ্ত হয়
আত্মার বিশ্বাস
পরিবর্তনের পথ পেরিয়ে এখন...

এবং একা ও তুমি।