এবার থেকে
তোমার স্মৃতি একটু একটু করে ভুলবো
এবার থেকে
তোমার মায়া একটু একটু করে ছাড়বো
এবার থেকে
তোমার যত ঘৃণা ও অবহেলা হৃদয়ে রাখবো
এবার থেকে
তোমার রাগ ও ভাষা একটু একটু ভুলে যাবো
এবার থেকে
তোমার মান সম্মান সর্বদা অটুট করে রাখবো
এবারই শেষ বার
আজীবন তোমার দায়িত্ব ও কর্তব্য পালন করে যাবো