ইচ্ছে করে একটা পদ্য লিখি
যেই পদ্য আলোর ধারায় ধোয়া
যেই পদ্য মজার, আনন্দের,
যেই পদ্যে সদ্য ঊষার ছোঁয়া !
লিখতে গিয়েও কলম সরছে না তো
পরিস্থিতি তেমন তো নেই আর
দেশটাকে আর পারছি না তো চিনতে
মনের ওপর পাষাণ সমান ভার।
মিথ্যাচার আর অনাচারে দেশটা
ভরে গেছে, চলছে লুটতরাজ
লুটেরাদের সদম্ভ আস্ফালন,
নারীর সম্মান ভূলুণ্ঠিত আজ !
মণিপুর,হাথরাস, কলকাতা,
যেদিকে তাকাই বড়ই কদর্যতা
নারীর সম্মান লুট, নৃশংস খুন!
প্রশাসনের চরম ব্যর্থতা ।
স্বতঃস্ফূর্ত জনজাগরণ
এবার দেখে মনটা বলছে আমার
নতুন আলোর প্রখর তেজে এবার
দূর হবে ঠিক কিছুটা অন্ধকার।
এবার পূজোর উৎসবটা থাক
অনাড়ম্বর পূজো হোক এবার
মায়ের কাছে প্রার্থনা করি এসো,
সুষ্ঠ হোক তিলোত্তমার বিচার।