ম্লান মুখে শীত নিয়েছে বিদায়
বসন্তও থমকে আছে
গ্রীষ্ম পেছনে ভ্রুকুটি দেয়
ঝিরঝিরয়ে বৃষ্টি নাচে ।
আবোহাওয়ার খামখেয়ালী
মেজাজখানা বোঝাই দায়
কোন ঋতু যে চলছে এখন
ভাবতে গেলেই গুলিয়ে যায় ।
আবহাওয়া এক বিশারদকে
পেয়েই আমি জিজ্ঞেস করি,
"বলুন তো কোন ঋতু এখন?"
"আমিই কী ছাই বলতে পারি ?"
এই বলে সে পাস কাটিয়ে
বল্লে,"শোনো, যাই বলনা
আকাশের দিকে তাকিয়ে দেখ
মেজাজখানার নেই তুলনা ।
সকাল বেলায় মিষ্টি হাসি
দুপুর হলেই রক্ত চোখ
সন্ধ্যেয় চোখ ঢুলু ঢুলু
রাত্রি বেলায় ঘুমের ঝোঁক ।
আকাশই তো ঋতুর সাথে
করছে আড়ি আর মিতালী
যখন যাকে লাগছে ভাল
তার সাথেই তো খেলছে খালি ।"
এই বলে সে পাস কাটিয়ে
দৌড়ে তখন পালিয়ে বাঁচে ।
কোন ঋতু যে চলছে এখন
দুর্বোধ্য বেশ আমার কাছে ।