আকাশ দেখে বাতাস বুঝি
ঝড় বুঝিনি কালবৈশাখীর মত
প্রলয় পিয়াসে...

শরীরি সংকেতে জীবনশৈলী
বুঝেছি হিংস্র পশুর গতিবিধি
শুধু মানুষ চেনা হলো না সোনার দেশে।

অক্ষমতা আর দূর্বলতা
না হয় অদূরদর্শীতার হট্টগোলে
পরাজিত হয়নি

সম্পর্কগুলো অস্তিত্ব মোছে পরিচিত পরিসরে
আলোর গতিতে
অচেনা ও গর্ভধারিণী ।

নাড়ী ছেঁড়া পরিজন পরমেশ্বরে
ক্রুশবিদ্ধ যীশু
পৌরাণিক দক্ষযজ্ঞে খণ্ডিত

নক্ষত্র খচিত চাঁদের হাটে
অট্ট হাসির কলরবের ভবিতব্য
অমাবস্যার কালো কোলে নির্বাসিত।

রোদ ছুঁয়ে বুঝি তার রুদ্র রূপ
মানুষের ধরে বুঝিনি মানবতার স্বরূপ।
      ----০0০---