সকাল ভেঙে দুপুরের কোলাহল ফেলে
খুঁজে পাই তোমার ডাক
আনন্দ সরোবরে আশ্রয় পাই
তারপর...
তোমার তীক্ষ্ণ বাক্যবাণ
আমার দীর্ঘ মগ্নতা কেমন একা একা
পুড়ে যাই দুপুরের দহনে।