দু:খ যখন তোমার দুয়ারে
তখন তুমি রাতের বিছানায় ব্যস্ত
নিজেকে নগ্ন করে...
দু:খ তখন নীরবে তোমার শয্যার বাইরে কাঁদে
তুমি জেনেও সমস্ত রাত
দু:খ বাড়িয়ে দু:খের ঋতু করো
আর সকাল হলেই
সুপ্রাচীন জ্বরে অতীত ঘুমে
নিজের ভুল সংশোধন করো
যখন তোমার ফেরার পথ নেই...