তিলে তিলে  নিজেকে করেছি খাঁটি
অবশেষে সবার কাছে পেয়েছি যন্ত্রণা
শুধু তোমার ভালবাসায় মুক্ত এখন
আমায় স্বপ্নিল আবরণে আর রেখো না।

অতীত জীবনে পাইনি কোনো দাম
তোমার কাছে রেখে যাবো জীবন দান
আমার হৃদয়  জুড়ে থাকবে তোমার নাম
মনের আনন্দে  গাইবে সবাই গান।

তোমার আদেশে চলবো সময় এঁকে
ভবিষ্যৎ পথ চলবো দেখে দেখে
তবুও যেন আমার  কাছে দু: খ এসে বসে
হঠাৎ করে  ভাসিয়ে দিলে শুধু ভালোবেসে।