সহজ ভাবেই জড়িয়ে ধরতে ছুটে যাই সুখকে
যা বহুবর্ণে সজ্জিত
অনেক আশা, বেঁচে থাকার স্বপ্ন নিয়ে
একদিন  সুখের কাছে আশ্রয় পাবো ভেবে
আনন্দ সমারোহে মেতে উঠেছিলাম
হঠাৎ কালো মেঘ ভেসে এসে
সুখ সরিয়ে দু:খের  লিপি তৈরি করে

দু:খ খুবই কাছে থাকে
শুধু মনের হিম্মত থাকে না