ডুবে আছে আবেগে মুগ্ধ পুরুষ প্রেমিক
সারারাত বিছানায় এলোমেলো শরীর
পাতানো বিছানায় কে কেমন আছে শুয়ে
জেগে থাকে রাতকথা
পুরুষের চোখে অভিনয়ের বীজ
সেই কবে ফেসবুক আলাপ কথা
ডুবে থাকে দিন রাত অন্ধ শরীরী ছোঁয়ায়
ভুলিয়ে রেখেছে তাকে
ডুবে থাকে আবেগের ঘোরে।