দৌড়াও আর জোরে দৌড়াও
কাল্পনিক অভিনেতার পেছনে
আসলে তুমি ওর কাছে ব্যবহার হচ্ছো দেখে
ও তোমাকে নিয়ে ব্যবহারের ঘর তৈরি করে
যেখানে নিয়মিত তুমি অতীতস্মৃতি ভুলে
ওকে নিয়ে ব্যস্ত থাকো
কারণ ও জানে তোমাকে ওর পেছনে দৌড় করাতে পারলে
তোমার সর্বস্ব ওর হয়ে যাবে
তাই দৌড়াও ওর পেছনেই দৌড়াও
ঠিক একদিন এভাবেই তোমার সম্মান লুট হবে
কাল্পনিক অভিনেতার পাশে...