দোহাই
আর এভাবে অপমান করো না
ফোনে আর কথা বলবো না
আজ আর একবার কণ্ঠস্বর শুনে নাও
তারপর শেষ বেলায় দেখতে এসো শ্মশানে
শ্রাদ্ধবাসর ঠিকঠাক করে আয়োজন করো
কারণ
ছেলের মৃত্যুতেই  
তোমার চোখে জল যেন না পড়ে
এবার থেকে নিখুঁত ভাবে
তুমি তোমার মতো চলো।