পথ হারিয়ে গেছে গভীরে
পথের অন্ধকারে
অনাহুত কুহেলিকায়
ভরা নদী মোহনায়...
থেমে গেছে খাদের কিনারে
ভাবনা ধীরে ধীরে
সেই একান্ত পথ হারিয়ে
অকাল মৃত্যু ভয়ে।
শক্ত পাহাড়ের খাঁজে খাঁজে
ক্লান্ত চরণ খোঁজে
ভবিতব্য ছোঁয়ার প্রেরণা
নতুনের ঠিকানা।
পাষাণ পাথরে নির্মমতা
পাশবিক নগ্নতা
দাঁড়িয়ে ছিল সামনে এসে
একরাশ বিদ্বেষে।
যে পথ ছিল সুখের খোঁজে
অন্ধ মনের ভাঁজে
স্বচ্ছতার কুয়াশা জড়িয়ে..
সেও গেছে হারিয়ে।